ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন
শ্রীবরদীতে হতদরিদ্রদের মাঝে বিংস প্রকল্প ওয়ার্ল্ড ভিশনের ছাগল বিতরণ
রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর)

শেরপুরের শ্রীবরদীতে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নন্স বিংস প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মঙ্গলবার বিকালে হতদরিদ্রদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষে ছাগল বিতরণের আয়োজন করে। ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

তিনি বলেন, বিংস প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ  এলাকার দরিদ্র জনগনের মাঝে ছাগল বিতরণের যে কর্মসুচি গ্রহণ করেছে তা অত্যন্ত সময়োপযোগি। ছাগল পালনের মাধ্যমে হতদরিদ্র জনগণ তাদের অবস্থার পরিবর্তনের মাধ্যমে শিশুদের স্বাস্খ্য ও পুষ্টিগত অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবে। পরে তিনি সুবিধাভোগি হতদরিদ্র পরিবারের মাঝে ২টি করে মাদি ছাগল বিতরণের মধ্য দিয়ে ছাগল বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ্য শ্রীবরদীতে বিভিন্ন ইউনিয়নের গর্ভবতী মা, দুগ্ধদানকারি মা, ৫ বছরের নিচে শিশু, কিশোরী আছে এমন এমন ক্যাটাগরির হতদরিদ্র দলের ৮০০টি সদস্যের মাঝে ২টি করে মোট ১ হাজার ৬০০টি বø্যাকবেঙ্গল জাতের ছাগল দেওয়া হচ্ছে। এপর্যন্ত ৫২৪টি হতদরিদ্র পরিবারের মাঝে ১ হাজার ৪৮টি রোগ মুক্ত ছাগল বিতরণ করা হয়েছে।

ছাগল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিংস প্রকল্পের উপজেলা সমন্বয়কারি সুজিত চিসিম, ইন্দিলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা রজব আলী, আ’লীগ নেতা হারুন অর রশিদ অব: বিএডিসি কর্মকর্তা আব্দুস সালাম, বিংস প্রকল্পের প্রজেক্ট অফিসার সুব্রত চাকমা প্রমুখ।

রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি, মোবাইল : ০১৭১৮-৩৫৯৮০৮, তাং-০৮-০৬-২০২১

3 responses to “শ্রীবরদীতে হতদরিদ্রদের মাঝে বিংস প্রকল্প ওয়ার্ল্ড ভিশনের ছাগল বিতরণ”

  1. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/23517 […]

  2. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/23517 […]

  3. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/23517 […]

Leave a Reply

Your email address will not be published.

x