করোনা মোকাবিলায় একজন যোদ্ধা হিসেবে ইন্ডিয়ান বুক অব রেকর্ডস আয়োজিত ‘ইন্ডিয়ান হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন রংপুরের পীরগাছার ছেলে মুহতাসিম আবশাদ জিসান।
বাংলাদেশ থেকে শুধু তাকেই এই অ্যাওয়ার্ডে ভূষিত করেন ইন্ডিয়ান বুক অব রেকর্ডস।
বৈশ্বিক মহামারীর কারণে রবিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২০১৮ সালের ৮ ডিসেম্বর কতিপয় তরুণ-তরুণীর হাত ধরে পথ চলা শুরু হয় সামাজিক সংগঠন “চলো স্বপ্ন ছুঁই” এর, যার অন্যতম উদ্যোক্তা এই তরুণ।
অন্যান্য সময়ের পাশাপাশি করোনার শুরু থেকেই সম্মুখ সমরে নেমে পড়ে “চলো স্বপ্ন ছুঁই” এর তরুণরা। ত্রাণ কার্যক্রম দিয়ে শুরু হলেও পরিস্থিতি মোকাবিলায় করোনায় জনসচেতনতা বাড়াতে গোটা শহর জীবাণুনাশক স্প্রে, বিভিন্ন প্রতিষ্ঠান দোকানপাটের সামনে নিরাপদ দূরত্বের সুরক্ষা ছক অঙ্কন, দেয়াল লিখন পোস্টারিং ইত্যাদির পাশাপাশি মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে পথচারীদের মাঝে নিয়মিত মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ সামগ্রী ইত্যাদি বিতরণ করেন তারা।
করোনা পরিস্থিতিতে প্রায় ২৭ হাজার মাস্ক বিতরণ করেন তারা। সেই সাথে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে স্যানিনটারি ন্যাপকিন বিতরণ, রেস্টুরেন্টের ওয়াসরুমে স্যানিটারি ন্যাপকিন বক্স স্থাপন করে সংগঠনটি।
মুহতাসিম আবশাদ জিসান রংপুরের পীরগাছা উপজেলার স্বনামধন্য ডাক্তার পরিবারের ড. সামসুল হকের নাতি এবং আবু হেনা মো. শাহনেওয়াজ ফুয়াদের বড় ছেলে। বর্তমানে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের
এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনে প্রথমবর্ষে অধ্যয়নরত।
মুহতাসিম আবশাদ জিসান জানান, সামাজিকভাবে দায়বদ্ধতা থেকে হলেও আমাদের সবার এসব সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত, অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। আন্তর্জাতিক অঙ্গণে আমার কাজের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরতে পারছি। বহির্বিশ্বে বিভিন্ন প্রজেক্টে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছি। ৯ বছরের স্বেচ্ছাসেবী জীবনে পেয়েছি অনেক সম্মান, অনেক মানুষের দোয়া, ভালোবাসা। নতুন এই প্রাপ্তি কাজের স্পৃহাকে আরও বাড়িয়ে দেবে।