কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব অঞ্চলের বার বার প্রকাশিত মাদক সংবাদের প্রতিবাদ জানান।
যাদের নাম প্রকাশ করে বার বার পত্রিকায় চলে আসছে নুর হোসেন ও হাকিম আলীর নামে মিথ্যা অপবাদ দিয়ে প্রকৃত ব্যবসায়ীরা সুবিধা ভোগ করছেন বলে জানান।
স্হানীয় কিছু গন্যমন্য ব্যক্তিগণের কাজ থেকে জানতে চাইলে তারা বলেন নুর হোসেন ও হাকিম আলী তারা সহজ শরল মানুষ, মানুষের দূঃখ সময় বিপদের বন্ধু।
তাদের নাম ব্যবহার করে প্রকৃত সুবিধাভাজি মাদক কারবারীরা মাদক চালান চালিয়ে যাচ্ছে।
আমরা এসব মিথ্যা প্রকাশিত সংবাদের প্রতিবাদ এলাকাবাসী তার তিব্র নিন্দা জানাই।