করোনা সংক্রমণের হার না কমায় নাটোরে করোনা ঠেকাতে লকডাউনের আদলে কঠোর বিধি নিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
রোববার রাত ১০ টায় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সর্বশেষ গত ২৪ ঘন্টায় নাটোরে সংক্রমনের হার ছিল ৪৯ ভাগ। তবে আপাতত লকডাউন না দিয়ে লকডাউনের মত পরিবেশ সৃষ্টি সহ কমিউনিটি বেজড এস্টিজেন টেস্টের সিদ্ধান্ত নেয়া হয় সভায়।
এর ফলে আজ সকাল থেকে যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণ শুরু করে পুলিশ। নিয়ন্ত্রণ আরোপ করা হয় হোটেল রেস্তোরা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ওপর।