রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার ২৪ শতাংশ ছুঁই ছুঁই করছে। প্রয়োজনে আঞ্চলভিক্তিক লকডাউন দেয়া হবে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদর মধ্যে ৩ জনের বাড়ি ঠাকুরগাওয়ে ১ জন দিনাজপুরে এবং ১ জন কুড়িগ্রামের।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী জানান, শনিবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা কমিটির সভা হয়েছে। সেখানে করোনা সংক্রমণ রোধে প্রয়োজনে অঞ্চলভিক্তিক লকডাউন দেয়া হবে এমন সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি এবং যারা ভারত থেকে আসছে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে। এছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচর প্রচারণা চালানোর সীদ্ধান্ত নেয়া হয়। জনগণকে স্বাস্থ্যবিধি মানতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
স্বাস্থ্য পরিচালক বলেন, বিভাগের মধ্যে দিনাজপুর ও ঠাকুরগাও জেলা সব চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সচেতন না হলে দ্রুত ভারতীয় ধরণ ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বিভাগে এ পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ২৪৯ জনের জনের দেহে নমুনা পরীক্ষা করে ১৯ হাজার ৩৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪১২ জন। রংপুরে ১০ ও দিনাজপুরের ১৬টি আইসিইউ বেডের মধ্যে ২০টিতেই রোগী রয়েছে। এর মধ্যে রংপুরে ৬ এবং দিনাজপুরে ১৪ জন রোগী আইসিইউতে রয়েছেন। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৯ জন করোনা আক্রান্ত রোগী। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করে সংক্রমণের হার ২৩ দশমিক ৬৬ শতাংশ