রংপুরের বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা বলেছেন, ভূমি সেবাকে আধুনিকায়ন ও জনবান্ধব করেছেন প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা।
একজন সাধারণ কৃষক জমির প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে ঘরে বসেই অনলাইনে ই-নামজারির আবেদন করতে পারবেন। উত্তোলন করা যাবে পর্চাসহ জমির সকল প্রয়োজনীয় কাগজপত্র। আজ (৬ জুন) রোববার দুপুরে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, আগে জমি রেকর্ড করতে হলে ভূমি অফিস যেতো হতো। এখন জমি রেকর্ড হাতের মুঠোই ঘরে বসেই জমির খাজনা খারিজ পরিশোধ করতে পারবেন।
আমরা বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই। এ সকলের সহযোগিতা প্রয়োজন রয়েছে। রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) রাসেল মিয়া। অনুষ্ঠানে নাম জারি বিভিন্ন গ্রাহকদের মাঝে জমির পর্চা, খারিজ খতিয়ান প্রদান করে অতিথিবৃন্দ। পরে বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
Leave a Reply