ঢাকা, শনিবার ১২ অক্টোবর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন
জনকল্যাণমুখী বাজেট ঘোষণায় রংপুর জেলা যুবলীগের আনন্দ র‍্যালি
হীমেল মিত্র অপু

২০২১-২০২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০২১-২২ অর্থবছরের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

গত বৃহস্পতিবার (০৩ জুন) জাতীয় সংসদে বাজেট প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের তৃতীয় বাজেট। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট।

মহান জাতীয় সংসদে জনবান্ধব ও উন্নয়নের বাজেট পেশ করেছেন সেই উপলক্ষে আজ

(৫ জুন) দুপুরে  বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার আয়োজনে আনন্দ মিছিল রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে মিছিল রংপুর শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালে এসে শেষ হয়।

বঙ্গবন্ধু ম‍্যুরালে একটি সংক্ষিপ্ত পথসভা শেষে রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে  ২০২১-২২ বাজেট ঘোষণা করেছেন।

আপনারা জানেন এই বাজেট কৃষক বান্ধব, স্বাস্থ্য খাতের বাজেট, জনগণের উন্নয়নের বাজেট। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে একের পর এক উন্নয়নের ধারা অব‍্যাহত রেখেছেন।

আজকে জননেত্রী শেখ হাসিনা  নিজের অর্থায়নে পদ্মা সেতু সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছেন।

এই উন্নয়নের ধারা অব‍্যাহত রাখতে আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগ বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। যতই বাধা আসুক না কেনো বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজপথে ছিল এবং থাকবে।

কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার আয়োজনে বাজেট উপলক্ষ্যে এই আনন্দ র‍্যালী করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

উক্ত সময়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

উক্ত সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা লক্ষীন চন্দ্র দাস, যুগ্ন আহবায়ক শেখ সাদী, জেলা যুবলীগের সদস্য ডিজেল আহমেদ, জাহিদুল ইসলাম বাবু, কামরুজ্জামান লিটন, প্রণেতা, আরিফুল ইসলাম আরিফ,

যুবনেতা মোহাম্মদ ওয়াদুদ আলী, হীমেল মিত্র অপু সহ অন্যান্য নেতৃবৃন্দগণ।

Leave a Reply

Your email address will not be published.