রংপুরে ক্লুলেস মোটরসাইকেল চুরির রহস্য উন্মোচন ও চুরি যাওয়া ৬ মোটরসাইকেল উদ্ধারসহ ৬ চোর গ্রেপ্তারের ঘটনা আজ ( ৫ জুন) শনিবার সকাল ১১ টার সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, আরপিএমপি ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন।
তাদের দেয়া তথ্য মতে, পরবর্তিতে গংগাচড়া থানার রবিউল হাসানকেসহ চুরি যাওয়া এপাসি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার হয়। পরবর্তিতে আব্দুল বাতেন মিয়া, রবিউল ইসলাম, হাসান আলী তুহিনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যে আরো চোরাই ৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এদিকে মোটর সাইকেল উদ্ধার হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মোটর সাইকেলের প্রকৃত মালিক। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের নিকট উদ্ধারকৃত মোটর সাইকেল হস্তান্তর করা হবে।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন আরপিএমপি এডিসি অপরাধ শহিদুল্লাহ কাওছার, ওসি আব্দুর রশিদ, তদন্তকারী কর্মকর্তা এসআই এরশাদ আলী, এসআই মনোয়ার হোসেন ও মজনু মিয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply