ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
বড়াইগ্রামে পানিতে ডুবে ও সাপের কামড়ে ২ জনের মৃত্যু
অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে পৃথক দুই স্থানে পানিতে ডুবে এক শিশু ও সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার আটুয়া এলাকার আনোয়ার গাজির ছেলে সজল গাজি (৫) বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় আমেনা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগের দিন শুক্রবার বিকেলে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া খাসপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সজিব হোসেন (১৩) বিষাক্ত সাপের কামড়ে মারা যায়। বাড়ির পাশেই বেগুন ক্ষেতে বাবার ফেলে রাখা স্যান্ডেল আনতে গেলে তার ডান হাতের আঙ্গুলে বিষাক্ত সাপ কামড়  দেয়।

পরবর্তীতে ওঝা ডেকে ঝাড়-ফুঁক দিলে তার অবস্থার অবনতি ঘটে এবং আশঙ্কাজনক অবস্থায় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ও মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

x