রংপুর মহানগরীতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (৪ মে) শুক্রবার বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর হারুন-অর-রশিদের তত্ত্বাবধায়নে ও সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিটি মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় মেয়র বলেন, আমাদের রংপুরে এটি প্রথম উদ্যোগ। গরীব অসহায় সকল মানুষের দুয়ারে-দুয়ারে অ্যাম্বুলেন্স সেবা পৌছাবে তাই ২৭নং ওয়ার্ড কাউন্সিলর হারুনকে এই মহৎ উদ্যোগের জন্য সাধুবাদ জানাই।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আলহাজ্ব মাহমুদুর রহমান টিটু, ২১, ২৬, ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা সুলতানা মলি, এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম শওকত আলী, রংপুর মহানগর জাতীয় পাটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, যুগ্ন সম্পাদক লোকমান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, বাংলার চোখের চেয়ারম্যান আলহাজ্ব তানভীর হোসেন আশরাফীসহ এলাকার গন্যমান্য অনেকেই।
উল্লেখ্য, ১টি অ্যাম্বুলেন্স ১৩টির বস্তির জন্য ১০টি বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা প্রদান করা হয়।
Leave a Reply