রংপুর নগরীর বাইতুল জামে মসজিদ, পশ্চিম গুপ্তপাড়ার ছাদ ঢালাই কাজের শুভ সূচনা আজ (৪ মে) শুক্রবার সকাল ১১ টার সময় করা হয়।
উক্ত মসজিদের প্রতিষ্ঠাতা : মরহুম মশিউর রহমান চৌধুরীর অনেক স্বপ্ন ছিলো এই মসজিদ ঘিরে।হঠাৎ তার আকস্মিক মৃত্যুতে সে স্বপ্ন অধুরাই রয়ে যায়।
মসজিদের ছাদ ঢালাইয়ের শুভ সুচনা করেন জি,আর মকছুদার রহমান চৌধুরী মুক্তিযোদ্ধা কমান্ডার, রংপুর মহানগর।
মতলুবার রহমান চৌধুরী, মেহেদী হাসান রনি সভাপতি, রংপুর জেলা ছাত্রলীগ।
মোহাইমিনুল রহমান চৌধুরী মিথুন সাংগঠনিক সম্পাদক, রংপুর জেলা ছাত্রলীগ।
উপস্থিত সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন।
ছাদ ঢালাইয়ের শুভ সুচনা কালে জি আর মকছুদার রহমান চৌধুরী (বীর মুক্তিযোদ্ধা) উপস্থিত সাংবাদিক কে জানান আমার ভাইটির অধুরা স্বপ্ন পূরণ খুব দ্রুত বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।