কক্সবাজারে খুরুশকুল সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো নাম শোয়াইবুল ইসলাম ইফাদ নামে এক যুবকের। ৪ই জুন সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইফাদ পোকখালীর গোমাতলী চরপাড়ার নুরুল কবিরের ছেলে।
নিহতের নানা জানান, ইফাদ তার নতুন কর্মস্থল ঈদগাঁও যেতে কক্সবাজার শহরের বাসা থেকে মোটর সাইকেল যোগে বের হয়। খুরুশকুল সেতু পৌছার মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল টি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে আরোহী ইফাদ গুরুতর আহত হয়। পথচারীরা উদ্ধার করে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ইফাদ এক সন্তানের জনক। গত রমজান মাসের শেষের দিকে ইফাদ ঈদগাঁও মাতব্বর মার্কেটের দ্বিতীয় তলায় নতুন একটি ল্যাব উদ্বোধন করে তাতে কর্মরত ছিল। এদিকে মুহুর্তেই তরতাজা এ পরিচিত তরুণের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চারদিকে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, নিহত ইফাদ জেলা উৎসর্গ ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক এবং বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সভাপতি ছিলেন।