“সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন” রংপুর মহানগর এর মতবিনিময় সভা আজ (৩ মে) বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় মুন্সীপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মতিনুর রহমান পরিচালনায় ছিলেন মোঃ মিজানুর রহমান মন্ডল ও মোহাম্মদ সোহেল রানা ইমন।
আরও উপস্থিত ছিলেন মোঃশহিদুল ইসলাম, এম কে হাসান লাট্টু, মোঃ ওবায়দুল হক ওবায়েদ, লুসি নাজিম,মোঃ সাজ্জাদ হোসেন, মোঃদানিশ আহমেদ, রিপা বেগম, সাদিয়া আফরিন, আকতার জাহান, ফারহানা বিনতে মাহবুব, মুনমুন ঘোষ, রায়হান সজীব, মোঃ সোহেল মাসুদ, শেখ নার্গিস আকতার, সুদীপ্ত চক্রবত্তী, বনালী জামান ঝর্ণা, মোঃ মঈনুল ইসলাম সহ অারো অনেকেই।