ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
ভিটামিন এ প্লাস ক‍্যাম্পেইন নিয়ে রংপুর সিভিল সার্জনের সংবাদ সম্মেলন
হীমেল মিত্র অপু, স্টাফ রিপোর্টার

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান স্লোগান কে সামনে রেখে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রসঙ্গে রংপুর সিভিল সার্জনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায় বলেন, এলাকায় আগামী ৫ থেকে ১৯ জুন/২০২১ পক্ষকাল ব্যাপি প্রতি সপ্তাহের শনিবার, রোববার, মঙ্গলবার ও বুধবার ৬ মাস থেকে ৫ বছর কম বয়সী মোট ০৩ লাখ ২৫ হাজার ৪২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ (৩ মে) বৃহস্পতিবার সকাল ১০ টার সময় সিভিল সার্জন সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন, সিভিল সার্জন। তিনি আরোও বলেন, রংপুর জেলায় ১৯৩৫ টি কেন্দ্রে ৩৮৭০ জন সেচ্ছাসেবক এর মাধ্যমে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। তাই আসুন শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ান। ভিটামিন-এ এর অভাবে শিশু মৃত্যু, অন্ধত্ব ও এর অভাবজনিত জটিলতা হতে শিশুদের রক্ষা করুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিপুটি সিভিল সার্জন ডাঃ কানিজ সাবিহা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরহাদ হোসেনসহ কর্মকর্তাবৃন্দ।

x