ঢাকা, রবিবার ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
গুরুদাসপুরে পানিতে ডুবে জমজ দুই বোনের মৃত্যু
শরিফুল ইসলাম, গুরুদাসপুর                   

নাটোরের গুরুদাসপুরে ডোবার পানিতে ডুবে ৬ বছর বয়সী জমজ দুই বোনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়েনের দস্তানগর গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত দুই যমজ বোন মারুফা ও মহিমা ওই এলাকার রাজদুল ইসলামের মেয়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ও নিহত শিশুর প্রতিবেশীরা বলেন, রাজদুল ইসলামের জমজ দুই শিশু কন্যা মারুফা ও মহিমা বাড়ীর পাশে ডোবার ধারে বসে খেলা করছিল। খেলার কোন এক সময় তারা ডোবার পানিতে পড়ে ডুবে যায়। অনেক সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে ডোবার পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এমতাবস্থায় অবস্থায় আমাদের পক্ষে শান্তনা দেওয়া ছাড়া কিছুই করা থাকে না।

x