করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।
বৃহস্পতিবার (৩ জুন) বিশ্বাবদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে বুধবার (২ জুন) রাতে রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে ১১ মে অনুষ্ঠিত ৩০তম একাডেমিক কাউন্সিলে সুপারিশ করা হয়। সুপারিশক্রমে ৭৮তম সিন্ডিকেট সভায় তা অনুমোদন দেওয়া হয়। অফিস আদেশের অনুলিপি ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, ২১টি বিভাগের বিভাগীয় প্রধান, হল ও বিভিন্ন দপ্তরে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক ড. নাজমুল হক বলেন, সর্বশেষ সিন্ডিকেট মিটিংয়ে অনলাইনে পরীক্ষা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এখন অনলাইনে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। এখন বিষয়টি বিভাগের উপর নির্ভর করছে।
এদিকে, অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে বিতর্ক শুরু হয়েছে শিক্ষার্থীদের মাঝে। অনেকেই বিষয়টিকে স্বাগত জানালেও ল্যাব পরীক্ষা, দুর্গম এলাকায় দুর্বল ইন্টারনেট ব্যবস্থাসহ বিভিন্ন জটিলতার কথা তুলে ধরে সশরীরে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক বিশ্ববিদ্যালয় সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেও বেরোবির এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাইটস ফোরামের সাধারণ সম্পাদক বায়েজিদ আহমেদ বলেন, বেরোবিতে এমনিতেই সেশনজট, তার ওপর করোনা মহামারিতে তা প্রকট আকার নিয়েছে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এরইমধ্যে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের পরীক্ষা অনলাইনে নিলে অনেক জটিলতা দেখা দেবে। তাই আমরা চাই সশরীরে পরীক্ষা নেওয়া হোক।
… [Trackback]
[…] Find More Information here to that Topic: doinikdak.com/news/21970 […]
… [Trackback]
[…] Info on that Topic: doinikdak.com/news/21970 […]
… [Trackback]
[…] Read More Information here on that Topic: doinikdak.com/news/21970 […]
… [Trackback]
[…] Read More here on that Topic: doinikdak.com/news/21970 […]
… [Trackback]
[…] Read More on to that Topic: doinikdak.com/news/21970 […]
… [Trackback]
[…] Read More on on that Topic: doinikdak.com/news/21970 […]