ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন
লালপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু
অমর ডি কস্তা, নাটোর

নাটোরের লালপুরে সাপের কামড়ে বিপ্লব হোসেন (১৮) নামের এক যুবককে মৃত্যু হয়েছে। বুধবার  রাত ৯টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। সে ওই গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আনুমানিক ৯টার দিকে বিপ্লব তার বাড়ীর উঠোনে হাঁটাহাটি করছিল। এ সময় তাকে সাপে কামড় দিলে সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে তার পরিবারের সদস্যরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটার দিকে  তাকে মৃত ঘোষণা করেন।

 

x