রংপুর মহানগরীর কেরামতিয়া জামে মসজিদ প্রাঙ্গন থেকে একটি জীবিত নবজাতক শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিশুটিকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।
আজ (০২ জুন) বুধবার দুপুর ১২:৪০ মিনিটে কেরামতিয়া মসজিদ প্রাঙ্গনের একটি গাছের তলা থেকে শিশুটিকে উদ্ধার করেছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিবুজ্জামান বসুনিয়া।
তিনি জানান, আজ দুপুরে মসজিদের মাঠের একটি গাছের তলা থেকে গোলাপি কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।এই বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে ঐ নবজাতক শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়ছে। বর্তমানে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের ৯ নং ওয়ার্ডে রাখা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক সালমান তানভির তিতাস রংপুর উপস্থিত সাংবাদিককে জানান, শিশুটি সদ্য ভূমিষ্ট হয়েছে, দীর্ঘ সময় মাটিতে পড়ে থাকায় একটু শঙ্কা থাকলেও শারীরিক ভাবে শিশুটি এখন সুস্থ আছে বলে জানান তিনি। নবজাতককে রংপুর হাসপাতালে রাখা হয়েছে। নবজাতক এই শিশুটিকে জীবিত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, নাড়ি না কাটায় ধারণা করা হচ্ছে শিশুটির বয়স এক-দুই দিন হতে পারে। জানা গেছে উদ্ধার হওয়া নবজাতক শিশুটি মেয়ে সন্তান।
এদিকে, ওই নবজাতক শিশুটিকে দত্তক নিতে বিভিন্নজন হাসপাতালে যোগাযোগ করছেন বলে জানা গেছে।
… [Trackback]
[…] Find More here to that Topic: doinikdak.com/news/21583 […]
… [Trackback]
[…] Info on that Topic: doinikdak.com/news/21583 […]