রংপুর যুবলীগ নামে অজ্ঞাত ব্যাক্তি ফেক আইডি খুলে বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নামে আপত্তিকর ও বিভ্রান্তিমূলক তথ্য ফেক আইডির মাধ্যমে সোসাল মিডিয়ায় প্রকাশ করছে এতে বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের ভাব মুর্তি ক্ষুন্ন হচ্ছে।
গত ৩০/০৫/২১ ইং তারিখে আনুমানিক বিকাল ৪টার সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার যুগ্ম আহ্ববায়ক লক্ষীন চন্দ্র দাসের দৃষ্টগোচর হয়।
লক্ষীন চন্দ্রের ভাষ্যমতে যেহেতু এই অজ্ঞাতনামা রংপুর যুবলীগ নামে ফেক আইডি খুলে বিরুপ মন্তব্য ও বিভ্রান্তিকর,
আপত্তিকর তথ্য সোসাল মিডিয়ায় প্রচার করছে তাতে বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তারি ফলশ্রুতিতে রংপুর যুবলীগ ফেক আইডির অজ্ঞাত মালিকের বিরুদ্ধে গত ০১/০৫/২১ইং তারিখে মেট্রো কোতয়ালী থানায়
সাধারন ডায়েরি করেন। যাতে এই ফেক আইডির মালিক কে সনাক্ত করে আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্হা গ্রহনের জন্য সাধারন ডায়েরি করেন।
কোতোয়ালি থানার ডিউটি অফিসার জানান, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
… [Trackback]
[…] Find More to that Topic: doinikdak.com/news/21569 […]
… [Trackback]
[…] Find More Information here to that Topic: doinikdak.com/news/21569 […]