গত ৩১ মে দিবাগত রাত অনুমানিক ২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এসআই(নিঃ)/টি.এম. আল-আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতোয়ালী মডেল থানাধীন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে ৯ জন দালালকে গ্রেফতার করেন।
উল্লেখিত গ্রেফতারকৃত দালালগণ দীর্ঘদিন যাবৎ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডস্থ বিভিন্ন ফার্মেসীর দালাল হিসেবে হাসপাতালের অভ্যন্তরে বিভিন্ন সময়ে যাতায়াত করে অসাধু পন্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে কৌশলে তাদের প্রতারণার ফাঁদে ফেলে এবং বিভিন্ন ভাবে প্রলুদ্ধ করে হাসপাতাল থেকে সুযোগ সুবিধা দেওয়ার নাম করে এবং তাদের সহিত সংশ্লিষ্ট ফার্মেসী থেকে বাকীতে ঔষধ প্রদান করে নিরীহ চিকিৎসা প্রার্থী লোকদের টাকা পয়সা হাতিয়ে নেয় মর্মে বলে জানা যায়। গ্রেফতারকৃত দালালদের অদ্য ০১ জুন তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মো: হাজী আমির আলী (৩৩), পিতা- মৃত মো: হাজী তাহির আলী, মাতা- মোছা: নুরুন নেছা, সাং- কালীজুড়ি, তাহের হাজীর বাড়ি ৫নং বুধবাড়ী বাজার, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট, বর্তমান সাং- বাসা
নং-৬৮, ফয়সল আহমদের বাড়ী, দক্ষিণ কাজলশাহ, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট।
সোহেল (৩৬), পিতা- গৌউস আলী, মাতা- রুকিয়া বেগম, সাং- দক্ষিণ মিরের চর, থানা- বিশ্বনাথ, জেলা- সিলেট, বর্তমান সাং-ঘাসিটুলা, (মাহমুদ মিয়ার কলোনী), মাদ্রাসার পার্শ্বে, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।
তামিম আহমদ (৩০), পিতা-লাভলু মিয়া, মাতা- মৃত মনোয়ারা বেগম, সাং- পশ্চিম কাজলশাহ, বাসা নাং-৩০, সোনার বাংলা আ/এ, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।
মো: কামাল আহমদ (৪৭), পিতা- মৃত মোজাম্মেল আলী, মাতা- মৃত:আছিয়া খাতুন, সাং- বাসার নং-১৫৯, দক্ষিণ কাজলশাহ, (নিজের বাড়ি), থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।মো: জালাল উদ্দিন ওরফে পানজালাল (২৮), পিতা- মৃত আ: ছাত্তার, মাতা- কাঞ্চন মালা, সাং- আলীনগর, ফালপুর, (আলী আহমেদের বাড়ী), থানা-জলালাবাদ,জেলা-সিলেট।শাহীন আহমদ (৩০), পিতা- মৃত রফিকুল ইসলাম, মাতা- সুফিয়া বেগম, সাং-হালুয়ারঘাট (নিজাম উদ্দিন এর বাড়ী, মসজিদের উত্তর পাশে), থানা সুনামগঞ্জসদর,জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-সাং- মজুমদার পাড়া,শামীমাবাদ, ১নং গলি সোনাপুর মঞ্জিল,থানা- কোতোয়ালী, জেলা-সিলেট। আবুল কালাম (২৮), পিতা- মৃত মতিউর রহমান, মাতা- মৃত রিনা বেগম, সাং- মাইজকান্দি, (মতিউর রহমানের বাড়ী, ৯নং ওয়ার্ড), থানা-জকিগঞ্জ, জেলা- সিলেট। বর্তমান সাং-সোনাপুর মঞ্জিল, মজুমদারপাড়া, থানা-কোতোয়ালী,জেলা-সিলেট।সালেহ আহমেদ (৩৪), পিতা-মৃত জামাল উদ্দিন, মাতা-সফিরুন বেগম, সাং-করচারপাড়, (বেলাল মিয়ারবাড়ী), থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান সাং-সাহেব বাজার (দুলাল এর বাড়ি), থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট.
মোঃ রাকিবুল ইসলাম (২২), পিতা-মোঃ বাদল, মাতা- বেদানা খাতুন, সাং-বানিয়াপুকুর, (মন্ডলপাড়া, আলতাফ এর বাড়ির পাশে), থানা-গাংনী, জেলা-মেহেরপুর। বর্তমান সাং-মেডিকেল এলাকায় ভাসমান, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
মঙ্গলবার(১জুন) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ।
তিনি বলেন গ্রেফতারকৃতদের মধ্যে যাচাই-বাচাই চলছে। ওই ৯ জনের মধ্যে ৫জন অ্যাম্বুলেন্সের চালক বলে দাবি করছে। তাদের ড্রাইভিং লাইসেন্স যাচাই শেষে বাকি সবার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান এই কর্মকতা।
… [Trackback]
[…] Find More here to that Topic: doinikdak.com/news/21278 […]
Jak rozpoznać zdradę małżonka w małżeństwie? Oto kilka przykładów niewiernych partnerów. https://www.xtmove.com/pl/how-find-out-your-spouse-phone-that-they-cheated-you/
… [Trackback]
[…] Find More on that Topic: doinikdak.com/news/21278 […]
… [Trackback]
[…] Read More Information here to that Topic: doinikdak.com/news/21278 […]