ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
শেয়ারবাজারের মূলধন পৌঁছেছে ৫ লাখ কোটি টাকায়
অনলাইন ডেস্ক

দেশের প্রধান শেয়ারবাজারের প্রধান সূচকটি আবারও ৬ হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়েছে। প্রায় ৩৯ মাস পর সূচকটি সর্বোচ্চ অবস্থানে উঠেছে। পাশাপাশি বাজার মূলধনও পৌঁছে গেছে রেকর্ড উচ্চতায়।

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার বিনিয়োগকারীদের নজর ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে। কারণ, গত সপ্তাহ শেষে সূচকটি ৬ হাজার পয়েন্ট থেকে মাত্র ১৪ পয়েন্ট দূরে অবস্থান করছিল। সপ্তাহের প্রথম দিনে সেটি ৬ হাজার ছাড়াবে, নাকি বাজার সংশোধন হবে—তা নিয়েই ছিল কৌতূহল। বিনিয়োগকারীসহ বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের একটি অংশের ধারণা, প্রধান সূচকটি ৬ হাজারের ওপরে স্থায়ী হলে তাতে বাজারে নতুন করে আবার কিছু বিনিয়োগ আসবে। আরেকটি অংশ মনে করে, বাজার কিছুটা নিম্নমুখী হতে পারে। কারণ, এ পর্যায়ে সব শ্রেণির বিনিয়োগকারীই লাভে রয়েছেন।

এমন পরিস্থিতিতে গতকাল লেনদেনের শুরু থেকেই সূচকে ছিল বিনিয়োগকারীদের তীক্ষ্ণ নজর। লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যেই ডিএসইএক্স সূচকটি ৫৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৯ পয়েন্টে উঠে যায়। এরপর সেটি কমতে শুরু করে। ২০ মিনিটে তা আবার ৬০ পয়েন্টের মতো কমে যায়। এভাবে কয়েক দফায় সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়। দিন শেষে ডিএসইএক্স সূচকটি আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৯ পয়েন্টে। গত ৩৯ মাসের মধ্যে এটিই এ সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি সূচকটি ৬ হাজার ৫০ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেশ কিছুদিন ধরে বাজারে নতুন বিনিয়োগ আসছে। এতে বাজারে লেনদেনের সঙ্গে সূচকও বাড়ছে। এই মুহূর্তে করোনার কারণে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব চলছে। ব্যাংকের সুদহারও নেমেছে তলানিতে। তার বিপরীতে শেয়ারবাজারে বেশ কিছুদিন ধরেই চাঙাভাব। এ কারণে নতুন করে অনেকে শেয়ারবাজারমুখী হচ্ছেন। তাতেই সূচকটি গতকাল আবারও ৬ হাজারের মাইলফলক অতিক্রম করেছে। আর দিন শেষে ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে ৭১৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩ হাজার ৪৫৯ কোটি টাকায়। এটিই ডিএসইতে বাজার মূলধনের সর্বোচ্চ রেকর্ড।

ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ১৪৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২২০ কোটি টাকা কম। দিনের প্রথম ঘণ্টায় লেনদেনের গতি বেশ ভালো থাকলেও শেষের দিকে গিয়ে গতি কিছুটা কমে যায়। এ কারণে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ কম ছিল। ডিএসইতে গতকাল লেনদেনের বড় অংশজুড়েই ছিল ব্যাংক ও বিমা খাত। ঢাকার বাজারের মোট লেনদেনের প্রায় ৪৩ শতাংশই ছিল এ দুই খাতের।

4 responses to “শেয়ারবাজারের মূলধন পৌঁছেছে ৫ লাখ কোটি টাকায়”

  1. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/20782 […]

  2. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/20782 […]

  3. Monitor phone from anywhere and see what’s happening on target phone. You will be able to monitor and store call logs, messages, social activities , images , videos, whatsapp and more. Real-time monitoring of phones, No technical knowledge is required, no root is required.

  4. Now that many people are using smart phones, we can consider mobile phone positioning through wireless networks or base stations.

Leave a Reply

Your email address will not be published.

x