ঢাকা, সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের সংগঠক আনিসুল হক পেয়ারার মৃত্যুতে যুবলীগের শোক বার্তা
হীমেল মিত্র অপু, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সহ-সভাপতি, সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা, ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মীর আনিসুল হক পেয়ারা রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে আজ

(৩০ মে) রবিবার ৫.৩০ মিনিটে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক লক্ষীন চন্দ্র দাস  ও রংপুর জেলা যুবলীগের সদস্য ডিজেল আহমেদ, জাহেদুল ইসলাম বাবু।

নেতৃবৃন্দ এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর  সমবেদনা জ্ঞাপন করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

x