নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত এক ভিক্ষুকের আস্তানা থেকে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সদ্য ও আকস্মিক নিরুদ্দেশ হওয়া ষাটোর্ধ বয়সী নারী ভিক্ষুকের আস্তানা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন গাছতলায় আবর্জনা পরিস্কার করতে আসে পৌরসভার পরিচ্ছন্ন কর্মী রতন বাশফোর।
এসময় সে পরিত্যক্ত পলিথিনের স্তুপ থেকে বাজার করার জন্য ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ ভর্তি টাকা উদ্ধার করে। পরে সাংবাদিক ও পৌর কর্মচারীদের সামনে এনে খুলে ২টাকা থেকে ১০০ টাকার মধ্যে বিভিন্ন টাকার নোট এবং ২ ও ৫ টাকার কয়েন সর্বমোট ১৬ হাজার ২শত ১০ টাকা উদ্ধার করে।
পরবর্তীতে স্থানীয়দের পরামর্শ মতে ওই টাকা পৌর পরিষদের কাছে জিম্মা রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।