ঢাকা, শনিবার ১০ জুন ২০২৩, ০৫:০৫ অপরাহ্ন
মেহেরঘোনা রেঞ্জের মাছুয়াখালী বনবিটের তিন একর বনভূমি দখলমুক্ত
স্টাফ রিপোটার,ঈদগাঁও 

কক্সবাজার উত্তর বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জের মাছুয়াখালী বন বিটে বাগান এলাকায় অ‌বৈধভা‌বে জবর দখল ক‌রে রো‌পিত বাগান উচ্ছেদ ক‌রে তিন একর বনভুমি জবরদখলমুক্ত করা হয়।

৩০ মে সকাল আটটায় ডিএফওর নিদের্শনায় রেঞ্জ কর্মকতা মামুন মিয়ার নেত্বত্বে এ অভিযানে বন বিভা‌গের বি‌ভিন্ন বি‌টের বনকর্মীরা অংশ নেন।

রেঞ্জ কর্মকতা অভিযানের সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে।

Leave a Reply

Your email address will not be published.

x