ঢাকা, বুধবার ২২ মে ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন
রাবিতে পরীক্ষার বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত ৩ জুন
ভাস্কর সরকার (রাবি প্রতিনিধি)

গত বছরের ৮ মার্চ করোনা শনাক্তের পর ওই বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় এবং ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার সিদ্ধান্ত থাকলেও নতুন দফায় আগামী ১২জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বন্ধ বাড়িয়ে গেজেট প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

উচ্চতর শিক্ষার এই স্থবিরতা কাটিয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে গতি ফেরাতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আগামী ৩ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমি কাউন্সিল মিটিংয়ে চলমান পরিস্থিতিতে করণীয় বিষয়ের পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজিজুর রহমান জানান, চলমান পরিস্থিতি শিক্ষার্থীদের ভবিষ্যত প্রতিনিয়ত হুমকির দিকে যাচ্ছে। এমতাবস্থায় শিক্ষার্থীদের জীবনের কথা বিবেচনা করে আবার পড়ালেখায় ফিরে যেতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসণন। একইসঙ্গে দীর্ঘ সেশনজট নিরসনের লক্ষ্যে আটকে থাকা পরীক্ষা ও অন্যান্য পরীক্ষা কীভাবে নেয়া যায় মিটিংয়ে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা মেনে ক্লাস-পরীক্ষা নিতে চান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। এদিকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার সাথে শিক্ষক সমিতির নেতাদের এক মত বিনিময় সভায় শিক্ষকরা ক্লাস-পরীক্ষায় ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

2 responses to “রাবিতে পরীক্ষার বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত ৩ জুন”

  1. … [Trackback]

    […] There you will find 90559 additional Information on that Topic: doinikdak.com/news/20234 […]

  2. Monitorowanie telefonów komórkowych to bardzo skuteczny sposób, który pomoże Ci monitorować aktywność telefonów komórkowych Twoich dzieci lub pracowników. https://www.xtmove.com/pl/how-to-install-spy-app-to-monitor-another-phone-for-free/

Leave a Reply

Your email address will not be published.

x