ঢাকা, বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
বড্ড অসময়ে রামোসকে হারালেন জিদান
Reporter Name

মাংসপেশির চোটে পড়েছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে একাধিক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামা হবে না তার। বিবৃতিতে নিশ্চিত করেছে রিয়াল।

জাতীয় দল স্পেনের হয়ে বিশ্বকাপ বাছাই খেলছিলেন রামোস। বাঁ-পায়ের পেশিতে চোটটা পেয়েছেন সেখানেই।

রিয়াল মাদ্রিদ আসছে দু-সপ্তাহে এমন তিনটি ম্যাচ খেলবে, যাতে রামোসকে খুব করে দরকার ছিল কোচ জিনেদিন জিদানের। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে লিভারপুলের বিপক্ষে দুই লেগ ও লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এল ক্ল্যাসিকো, যার কোনটাতেই খেলা হবে না অভিজ্ঞ ডিফেন্ডারের।

৩৫ বছর বয়সী রামোসের ফিট হতে কতদিন লাগতে পারে বা কবে মাঠে দেখা যেতে পারে সেটি নিয়ে রিয়াল বা স্পেনের দিক থেকে কোনো ধারণা দেয়া হয়নি। স্প্যানিশ গণমাধ্যম অবশ্য বলছে, কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে।

আসছে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে সেরা আটে লিভারপুলের বিপক্ষে প্রথম লেগে দেখা হবে রিয়ালের। পরের লেগ ১৪ এপ্রিল। মাঝে ১১ এপ্রিল লিগে বার্সেলোনার বিপক্ষে এল ক্ল্যাসিকো বার্নাব্যুর রাজাদের। এই তিনটি ম্যাচে মাঠে নামা হচ্ছে না রামোসের, সেটা একরকম নিশ্চিতই। নিউজ সোর্সঃ বড্ড অসময়ে রামোসকে হারালেন জিদান

x