ঢাকা, বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
এখন স্টাম্পের ওপরের অংশে বল লাগলেও আউট
Reporter Name

তীব্র আলোচনা-সমালোচনার মাঝে দাবি উঠেছিল, ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) ‘আম্পায়ার্স কল’য়ে আমূল পরিবর্তন আনার। আইসিসি আপাতত চলতে থাকা নিয়মটাতে হাত দেয়নি। ডিআরএসে এলবিডব্লিউ নিয়মে অবশ্য রদবদল এনেছে।

অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি ‘আম্পায়ার্স কল’য়ে কোনো পরিবর্তন আনার বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছে।

অন্যদিকে রিভিউতে এলবিডব্লিউ আউটের ক্ষেত্রে আনা পরিবর্তনটা হল, মাঠের আম্পায়ার যদি এলবিডব্লিউ সিদ্ধান্ত নটআউট দেন, তখন যদি ফিল্ডিং অধিনায়ক রিভিউ চান, তখন অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলাতে ‘উইকেট জোন’র উচ্চতা বেলসের ওপরের অংশ পর্যন্ত বিবেচনা করা হবে।

আগের নিয়মে ছিল, মাঠ আম্পায়ার যদি আউট না দেন, তখন রিভিউয়ে দেখা হতো বলের অর্ধেক লেগ বা অফ স্টাম্প বা বেলসে আঘাত হানছে কিনা। যদি বলের অর্ধেক অংশ অফ-লেগ স্টাম্পের পাশে বা বেলসের নিচে না থাকত, তখন মাঠ আম্পায়ারের ‘নট আউট’ সিদ্ধান্তই অটল রয়ে যেত।

নতুন নিয়মে, মাঠ আম্পায়ার আউট না দিলেও রিভিউতে বল বেলসের ওপরের অংশে আঘাত হানা নিশ্চিত হলে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে যাবে। আর বলের কিছু অংশ অফ-লেগ স্টাম্পে আঘাত হানলেই আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টে দিতে পারবেন রিভিউ আম্পায়ার।

আইসিসির ক্রিকেট কমিটি এটিও জানিয়েছে, এখন থেকে ফিল্ডিং অধিনায়ক এলবিডব্লিউ রিভিউ চাওয়ার আগে অনফিল্ড আম্পায়ারের থেকে এটা জানার সুযোগ পাবেন যে, ব্যাটসম্যান শট খেলেছিলেন কিনা ও রান পূর্ণ করার দাগ স্পর্শ করেছেন কিনা।

করোনা মহামারিকালে বিশেষ নিয়মে আইসিসি গত বছর থেকেই কিছু পরিবর্তন এনে খেলা চালিয়ে নিচ্ছে। স্বাগতিক আম্পায়ার রাখা, সাদা পোশাকে কোভিড–১৯ বদলি, বলে লালা ব্যবহার নিষিদ্ধ রাখার সেই সিদ্ধান্তগুলো বহাল রেখেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। নিউজ সোর্সঃ এখন স্টাম্পের ওপরের অংশে বল লাগলেও আউট

Leave a Reply

Your email address will not be published.

x