নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ও পিয়নকে নিয়ে কয়েকটি দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান প্রতিবাদে জানান, সংশ্লিষ্ট সংবাদ কর্মীরা কারও দ্বারা প্ররোচিত হয়ে আমার ও আমার কার্যালয় পিয়ন খোরশেদ আলম সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করেছেন। সংবাদে প্রকাশিত ‘কাগজে-কলমে প্রশিক্ষণ ও জাতীয় দিবস উৎযাপন দেখিয়ে বিল উত্তোলন’ এবং ‘পিয়নকে দিয়ে বিল-ভাউচার তৈরী’ সম্পূর্ণই ভিত্তিহীন। কারণ এ সংক্রান্ত কাজ মূলত একাউন্টেন্ট যাচাই-বাচাই তথা নিরীক্ষণ করেন। যথাযথ প্রমাণ না থাকলে এ সংক্রান্ত বিল-ভাইচার একাউন্টেন্ট কর্তৃক বাতিল করা হয়।
পিয়ন খোরশেদ আলম একজন দক্ষ ও নিষ্ঠাবান স্টাফ। তার মতো আরও অনেক দক্ষ ও নিষ্ঠাবান স্টাফ রয়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে যারা তাদের চাকরীর জায়গাটাকে সম্মান করেন ও ভালবাসেন। যার ফলে দায়িত্ব পালনে তারা সচেষ্ঠ থাকেন। খোরশেদ আলমের এই সচেষ্ঠ থাকাটাকে সংবাদে ভিন্ন রুপে উপস্থাপন করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের শৃঙ্খলার কোন ব্যতয় ঘটেছে এমন কোন নিদর্শন চোখে পড়েনি। জনগণ সম্পূর্ণ আস্থা ও সন্তুষ্টি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করেন। এ পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। কোন অভিযোগ পেলে গুরুত্ব সহকারে সমাধান করা হবে।