স্টাফ রিপোটার,ঈদগাঁও প্রতিনিধিঃ কক্সবাজার সদরের ইসলামপুর ও নাপিতখালী বটতলীর জরার্জীর্ণ সড়ক অবশেষে মোহাম্মদ শরীফের একক প্রচেষ্টায় ও রেলওয়ে ঠিকাদারী প্রতিষ্টান সার্বিক সহযোগিতায় চলছে সংস্কারের কাজ।
কিন্তু সংস্কার বা মেরামতের অভাবে ইউনিয়নের নাপিতখালী হতে বাজার সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যার খেসারত দিচ্ছে ইউনিয়নবাসী। দিনের পর দিন পোহাতে হচ্ছে দুর্ভোগ। ফলে ব্যক্তি প্রচেষ্টায় সড়ক মেরামতের কাজ করেন সদর আ,লীগের নেতা মোহাম্মদ শরীফ কোম্পানী।
২৭ মে ইউনিয়নের নাপিতখালী বটতলী থেকে ইসলামপুর পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের ভাঙা ও গর্ত অংশের মেরামত কাজ শুরু করেন মোহাম্মদ শরীফ কোম্পানী। একক প্রচেষ্টায় ও রেলওয়ের ঠিকাদারীর প্রতিষ্টানের উদ্যোগে সড়কের সংস্কার কাজ করায় অনেকে ধন্যবাদও জানিয়েছেন।
মোহাম্মদ শরীফ বলেন, সড়কের খানা-খন্দকের কারণে মানুষের দুর্ভোগের মাত্রা ক্রমেই বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে জনদুর্ভোগ। দীর্ঘদিন ধরে সড়কটির এই অবস্থা দেখে সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সওজের কাছে যাওয়া হয়। তাই ভুক্তভোগী ইউনিয়নবাসীর সুবিধার্থে সড়ক সংস্কারের কাজ শুরু করেছি।