ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
ডিবি পুলিশের অভিযান ও মোবাইল কোর্ট ১ লক্ষ টাকা জরিমানা
Reporter Name
আলমনগরে সাবান ফ‍্যাক্টরিতে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযান ও মোবাইল কোর্ট: ১ লক্ষ টাকা জরিমানা

হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার: গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান এর নির্দেশনায় সিনিয়র সহকারী  পুলিশ কমিশনার (ডিবি) মোঃ ফারুক আহমেদের সার্বিক পরিকল্পনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ ছালেহ্ আহম্মেদ পাঠান এর নেতৃত্বে আজ

(২৬ মে) বুধবার বিকেল ৩ টা ৪৫ মিনিটে  পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মোতালেব হোসেন,  এসআই(নিঃ)/মোঃ বাবুল ইসলাম, এসআই(নিঃ)মোঃ নাজমুল ইসলাম এবং অন্যান্য অফিসার ও ফোর্সসহ আরপিএমপি রংপুর কোতয়ালী থানাধীন ২৭ নং ওয়ার্ডস্থ আলমনগর মুসলিম পাড়ায় অবস্থিত মেরিন ক্যামিকেল নামক সাবান ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায় উক্ত প্রতিষ্ঠানের-

১) পরিবেশ ছাড়পত্র নাই।

২) কেমিস্ট নাই।

৩) শ্রমিকদের সাস্থ্য সুরক্ষা নাই।

৪) কর্মীদের চিকিৎসা সনদ নাই।

৫) মোড়কের সঠিক ব্যবহার নাই।

এছাড়াও মেরিন ক্যামিক্যাল কোম্পানীর

ক) দোয়েল পাখি মার্কা সাবান

খ) লাঙ্গল মার্কা সাবান ।

গ) মেরিন স্পেশাল সাবান।

ঘ) সাবান তৈরির ক্যামিকেল ও বিভিন্ন সরঞ্জামাদিসহ সর্বমোট আনুমানিক ২০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়।

কারখানায় অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানের দায়িত্বরত ম্যানেজার মোঃ জাবেদ পারভেজ রাজ (৩২) পিতা- মঞ্জুর মোছাদ্দেক মন্টু, সাং-হারাগাছ, সারাই বাজার, ওয়ার্ড নং-৫ থানা হারাগাছ আরপিএমপি রংপুর-কে সাময়িক সময়ের জন্য আটক করা হয়।

পরবর্তীতে উপর্যুক্ত অপরাধের প্রেক্ষিতে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড আদেশ দেন এবং ১৫ দিনের মধ্যে সকল অবৈধ বিষয়াদি সংশোধন করে উৎপাদান করার আদেশ দেন।

রংপুর মেট্রোপলিটন এলাকায় সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এর অভিযান অব্যাহত থাকবে বলে উপস্থিত সাংবাদিককে জানান।

Leave a Reply

Your email address will not be published.

x