ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ১৩১ জনের করোনা শনাক্ত
Reporter Name

গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ১৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এদিকে লকডাউনে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে।

বুধবার সকালে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  আর এ নিয়ে জেলায় মোট এক হাজার ৫০৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো।

রাজশাহী পিসিআর ল্যাব থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যা পিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে ভাইরাসটি শনাক্ত করা হয়।

x