স্টাফ রিপোটার,ঈদগাঁও: কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এতে তিন দোকান পুড়ে বহু লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়।
২৫ মে সকাল ৭টার দিকে ঈদগাঁও বাজারের প্রধান কাপড়ের গলিতে দোকানের ভেতর থেকে আগুন সংগঠিত হয়। সেটিই দেখে চিকিৎকার দিলে লোকজন এগিয়ে এসে।
তবে উপস্থিত লোকজনরা বৈদ্যুতিক থেকে এটি সংগঠিত হতে পারে বলে ধারনা করছেন।
দীর্ঘক্ষন চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রনে আনতে না পারলেও পরে রামু ফায়ার সার্ভিস এসে অগ্নি কান্ড নিয়ন্ত্রনে আনেন বলে বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনারস সোসাইটির এডমিন আরাফাত সানী জানান। অগ্নিকান্ডে কাপড় দোকানসহ তিনটি দোকান পুড়ে যায়। বহু লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
প্রত্যাক্ষদর্শী যুবক কাজল জানান, এ অগ্নিকান্ড বৈদ্যুতিক থেকে হতে পারে। দোকানের ভেতরে থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। দোকান পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা মাথায় হাত দিয়েছে।
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের প্রচার সম্পাদক সাকলাইন মোস্তাক জানান, মুল দোকান একটি পুড়ে যায়। পাশ্ববর্তী আরো দুটি দোকানে আংশিক ক্ষতি হয়। তবে আগুনের সূত্র পাত জানাতে পারেননি।