ঢাকা, শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
রংপুরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
Reporter Name

হীমেল মিত্র অপু,স্টাফ রিপোর্টারঃ স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে রংপুরের শিক্ষার্থীরা। অন্যথায় সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে হুশিয়ারী দেয়া হয়।

আজ সোমবার (২৪ মে) রংপুর প্রেসক্লাব চত্বরে দাবি আদায়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সরকার সবকিছু খোলা রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে করোনা মোকাবেলা হাস্যকর ব্যপার হয়ে দাঁড়িয়েছে। মাসের পর মাস ঘরবন্দি থাকাতে তাদের মধ্যে মানসিক চাপ বেড়েছে। অনেকেই মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহনন করেছে। করোনাকালে অনেক শিক্ষার্থীকে অসময়ে বিয়ের পিড়িতে বসতে হয়েছে। অনেক শিক্ষার্থীর নিজের পড়ালেখা চালানোর জন্য উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের ছাত্র পরিচয়ের সংকট তৈরি হবে। সকল শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনা হলে এই সংকট তৈরি হত না। এর জন্য শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে দোষারোপ করেন তারা।

বিশ্বের কোথাও এতোদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নেই। অথচ বাংলাদেশে করোনার অযুহাতে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।

দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সেশন জট, পরীক্ষা, ল্যাব-ক্লাস, চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়া, অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুরুল মোর্শেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেকুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কামরুল হাসান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জান্নাতুন নাঈম জেরি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রওনক জাহান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মমিনুল ইসলাম, কারমাইকেল কলেজের ওসমান গণি, রংপুর সরকারি কলেজের জসিম আহমেদ, লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফিরোজুল ইসলাম সহ অনেকেই।

সমাবেশে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও রংপুরে অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী অংশ নেন।

6 responses to “রংপুরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন”

  1. … [Trackback]

    […] Here you can find 75696 more Info on that Topic: doinikdak.com/news/18264 […]

  2. … [Trackback]

    […] There you will find 44700 more Information to that Topic: doinikdak.com/news/18264 […]

  3. … [Trackback]

    […] Read More Info here to that Topic: doinikdak.com/news/18264 […]

  4. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/18264 […]

  5. sagame says:

    … [Trackback]

    […] Read More to that Topic: doinikdak.com/news/18264 […]

  6. … [Trackback]

    […] Here you will find 98231 additional Info on that Topic: doinikdak.com/news/18264 […]

Leave a Reply

Your email address will not be published.