শরিফুল ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে পিপলা গ্রাম থেকে গত ২৩মে আনুমানিক রাত সাথে ৯ টার দিকে ২কেজি গাঁজা সহ রুস্তম আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যার ৫ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, ২কজি গাঁজাসহ
মোঃ রুস্তম আলী প্রামানিক (৪৫), পিতা-মৃত তয়জাল প্রাং, সাং- কাটাবাড়ী বড়পাড়া, থানা- তাড়াশ, জেলা-সিরাজগঞ্জকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, জব্দকৃত আলামত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন
পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করিতেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নাটোর জেলার গুরুদাসপুর থানায় মামলা রুজু করা হয়েছে।