ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
সিলেট বিভাগে একদিনে ১০০ জন আক্রান্ত, ৫ জনের মৃত্যু
Reporter Name
সিলেটর ৩ আসনের অসমাপ্ত উন্নয়নের কাজ শেষ করতে চান কয়েস চৌধুরীর স্ত্রী

করোনার ঝুঁকিতে রয়েছে সিলেটে। করোনায় আক্রান্তের পাশপাশি হাসপাতালে ভর্তি হওয়া রোগীও বৃদ্ধি পাচ্ছে। সিলেট বিভাগে নতুন করে ১০০জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫৬জন। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯০ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪৯১জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১৮১ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৫জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৪৯জন। বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।

সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১০০জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজে ১৫জন, সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৭৯জন, হবিগঞ্জে ৬জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৭ হাজার হাজার ৪৯১জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৮০২জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৯৪জন, হবিগঞ্জে ২ হাজার ৫৬জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x