রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার আইসার গ্রামে রাতের আঁধারে আসরাফ খন্দকার নামের এক দিনমজুরের বসত ঘরে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। আজ রবিবার (২৩ মে) রাত আনুমানিক ২টার সময় ঘুমন্ত অবস্থায় আগুনের তাপে পরিবারের লোকজন জেগে ওঠে চিৎকার শুরু করে।পরে স্থানীয়রা এসে প্রায় ২ঘন্টা প্রাণপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে পুড়ে সব ছাই হয়ে যায়। খবর পেয়ে ডাসার থানা পুুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
গ্রামবাসী ও ভূক্তভোগী পরিবার জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আসরাফ খন্দকারের সাথে প্রতিবেশী মনোয়ারা ও জাহিদ কাজীদের দ্বন্দ্ব চলে আসছে। কয়েকদিন আগে গ্রামের ইউপি সদস্য সাগর আহম্মেদ দুলালের নেতৃত্বে আপস মিমাংসার কথা হয়। এরই মধ্যে রাতে আসরাফ খন্দকারের বসতঘরে অগ্নীসংযোগের ঘটনা ঘটায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
তবে এঘটনায় কেউ জড়িত আছে কিনা তা উদঘাটনে ডাসার থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছেন ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান।
… [Trackback]
[…] Find More to that Topic: doinikdak.com/news/17885 […]
… [Trackback]
[…] Find More Information here to that Topic: doinikdak.com/news/17885 […]
… [Trackback]
[…] There you will find 50559 more Info to that Topic: doinikdak.com/news/17885 […]