হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার: গতকাল দৈনিক ডাক, স্বাধীন বার্তা ২৪.কম ও উত্তরের আয়না সহ বিভিন্ন গণমাধ্যমে রংপুর নগরীর শালবন এলাকায় করোনা রোগীর খবর প্রকাশিত হয়।
খবরটি মানবতায় মানুষ রংপুর সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক অলোক নাথের দৃষ্টিগোচড় হলে তারা সংগঠনের উদ্যোগে এগিয়ে আসেন।
তাদের নির্দেশে সদস্যরা শালবন ইন্দ্রা মোড়ে করোনা রুগী নুরইসলাম ও তার পরিবার কে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান। উক্ত করোনা রুগীরা কমিটির সদস্যের কথা দেয় তারা আর বাইরে বের হবে না এবং নিয়মকানুন মেনে চলবে।
সংগঠনের সদস্যরা তাদের বলেন আপনারা বাসায় থাকেন আমরা সংগঠনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। আমরা আপনাদের সাথে আছি এবং থাকবো। তারই ধারাবাহিকতায় আজ
( ২৩ মে) রবিবার দুপুর ১২ টার সময় সামাজিক সংগঠন মানবতায় মানুষ রংপুর সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন লাভলু এবং সাধারন সম্পাদক অলোক নাথের নির্দেশনায় যুগ্ন সম্পাদক সাজ্জাদ হোসেনের সহযোগিতায় সাংগঠনিক সম্পাদক নয়ন চন্দ্র মোহন্ত,দেবেন্দু বসু রায়,দানিশ আহম্মেদ ও হীমেল মিত্র অপুর উপস্হিতে করোনা আক্রান্ত পরিবারের নুর ইসলামকে সাত দিনের ঔষধ সরবরাহ করা হয়।
মানবতায় মানুষ, রংপুর সংগঠনের পক্ষ থেকে তাকে জানানো হয় যেকোন প্রয়োজনে কমিটিকে অবগত করলে আমরা দ্রুত গতিতে প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহণ করার চেষ্টা করব। মানবতায় মানুষ রংপুরের শ্লোগান হাঁটি হাঁটি পা পা মানবতায় এগিয়ে যা।
এই শ্লোগান কে সামনে রেখে অসহায় হত দরিদ্রের পাশে থেকে মানবতায় আছে এবং ভবিষ্যতে থাকার দৃঢ প্রত্যয় ব্যাক্ত করেন সাধারণ সম্পাদক অলোক নাথ।
সবাইকে স্বাস্থ বিধি পালন ও মুখে মাক্স পড়ার অনুরোধ জানান তিনি।