নেপিয়ারে একদিন আগে দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাঁ-ঊরুতে চোট পেয়েছিলেন মাহমুদউল্লাহ। সেটাই কাল হল।
অকল্যান্ডে বৃহস্পতিবার ১২টায় মাঠে গড়াবে কিউই সফরে টাইগারদের শেষ ম্যাচটি। সেখানে রিয়াদের না খেলতে পারা ও লিটনের অধিনায়কত্বের কথা জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।
বাংলাদেশ দলের সপ্তম টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হবে লিটনের। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের মুখে আছে সফরকারীরা।