ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
রংপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রশিদ বাবুর দাফন সম্পন্ন
Reporter Name

হীমেল মিত্র অপু সটাফ রিপোর্টার: রংপুর প্রেস ক্লাবের সভাপতি ও ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভর বাবা রশীদ বাবু মারা গেছেন। আজ (২২ মে) শনিবার  ভোর সোয়া ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

আজ জুম্মাপাড়া আল-জামিয়াতুল করীমিয়া নুরুল উলুম মাদ্রাসায় জানাজা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সহ সকল স্তরের মুসল্লীরা জানাজায় অংশ নেন। জানাজা শেষে বিকেল ৬টায় মুন্সিপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

রশিদ বাবু’র অকাল মৃত্যুতে রংপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক ‘শরিফুল ইসলাম সম্রাট’ এবং উত্তরের আয়না পরিবারের পক্ষ থেকে, গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করত, তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

x