অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -৫ এর একটি অপারেশন দল বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৯ জন জুয়ারুকে আটক করেছে। কোম্পানী কমান্ডার মির্জা সালাহ্উদ্দিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব এর দেয়া প্রেস ব্রিফিং এ জানা যায়, নাটোর জেলার সদর উপজেলার সিংহারদহ বটতলা গ্রামের সেলিম রেজার বাড়ির দক্ষিণ দিকে তার মালিকানাধীন কলাবাগানের ভিতর জুয়ার আসর থেকে রুবেল ইসলাম (৩২), ফুরকান (৩২), খোকন হোসেন (৩১), টিপু সুলতান (৪২), বাচ্চু হোসেন (৩৫), লিটন (২৬), আঃ রহমান (৪০), সুরুজ (৩৬), নাসির উদ্দিন (৪৯) কে হাতে নাতে আটক করা হয়।
তাদের কাছ থেকে ৫ সেট তাস ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ সর্বমোট ১৫৭৪৭ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রুজু করা হয়েছে।