স্টাফ রিপোটার, ঈদগাঁও: কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওতে করোনা বৃদ্ধি পরিস্থিতি প্রতিরোধ করার লক্ষ্যে এক সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল বিকেলে ঈদগাঁও ইউপি পরিষদ প্রাঙ্গনে বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ, চেয়ারম্যান, মেম্বার ও আইনশৃংখলা বাহিনীর এক যৌথ সভা সম্পন্ন হয়। সভায় বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন করার লক্ষে আলাপ আলোচনা হয় বলে ইউপি সদস্য বজলুর রশিদ সূত্রে জানা গেছে।
উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি, উপ জেলা সহকারী কমিশনার ভূমি, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি আব্দুল হালিম, ঈদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ আলম, ইউপি সচিব ছৈয়দ আলম, ঈদগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক রাজিবুল হক রিকো ও বাজার ইজারা দার রমজান আলীসহ আরো অনেকে।