হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার: রংপুরের মিঠাপুকুর থেকে ৭০ পিস ইয়াবাসহ মোঃ আকাশ মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ।
আজ (২০ মে) বৃস্পতিবার সকাল সাড়ে ৬ টার সময় মিঠাপুকুর থানা পুলিশ অত্র থানাধীন ০১ নম্বর খোড়াগাছ ইউনিয়নের কিশামত রসুলপুর তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রমতে, আজ বৃহস্পতিবার সকালে মিঠাপুকুর থানা পুলিশ উক্ত থানাধীন ০১ নম্বর খোড়াগাছ ইউনিয়নের কিশামত রসুলপুর তালতলা গ্রামের জনৈক মোহাম্মদ মশিউর রহমান এর নির্মাণাধীন বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অত্র এলাকার মৃত জামিল উদ্দিনের ছেলে মোঃ আকাশ মিয়া কে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।