হীমেল মিত্র অপু,স্টাফ রিপোর্টার : রংপুর প্রেসক্লাব চত্ত্বরে বিশিষ্ট সাংবাদিক রোজিনা ইসলামের প্রতি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ (২০ মে) বৃহস্পতিবার সকাল ১১ টার সময় সুজনের রাহাতের সঞ্চালনায় এবং সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন সভাপতিত্বে সুজনের আয়োজনে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন উপস্থিত ছিলেন,সুজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সাধারন সম্পাদক আলতাফ হোসেন,স্বর্ন নারী এসোসিয়েট সপু শ্রী সাহা,জোবায়দুল ইসলাম বুলেট,বিকশীত নারী নেটওয়ার্ক সভাপতি সামছি আরা জামান কলি,মহাগর সভাপতি বদরুল আলম বেন্জু,মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান,মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান, রংপুর জেলা প্রতিনিধি অলোক নাথ, স্টাফ রিপোর্টার হীমেল মিত্র অপু ও বিভিন্ন সংগঠনের নেতৃবর্গ সহ অনেকেই।
মানব বন্ধনে বক্তারা বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইন এর মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা হরণ করছে।আবার আমরা দেখতে পাচ্ছি যে করোনাকালে দেশের স্বাস্থ্য খাতে ভঙ্গুর দসা,নিয়োগ বাণিজ্য ও দূর্নীতি নিয়ে বেশকিছু সত্য রিপোর্ট করার কারণে গত সোমাবার প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের প্রতি মিথ্যা অভিযোগ এনে তাকে ৬ঘন্টা আটক করে হেনস্তা ও নির্যাতন করা হয়।অসুস্থ অবস্থায় তাকে কাশিমপুর জেলে পাঠানো হয়েছে। দেশে যে সত্য বলা,প্রকাশ করা,প্রতিবাদ করা যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে।বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের প্রতি মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোড়ালো দাবি জানান।