ঢাকা, শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
কক্সবাজার সদরের ঈদগাঁওতে এক তরুনীর লাশ উদ্ধার
Reporter Name

স্টাফ রিপোটার,ঈদগাঁও: কক্সবাজার সদরের ঈদগাঁওর পশ্চিম ভাদিতলা থেকে ১৯ মে খোকা মনি নামের এক তরুনীর লাশ উদ্ধার হয়েছে।

জানা যায়, একই এলাকার সোহেলের সাথে খোকা মনির প্রেমের সম্পর্ক ছিল। তার বাড়িতে কেউ না থাকায় বুধবার সে বাড়ির ভিতরে একটি কক্ষে সোহেলের সাথে কথা বলেছিল। এমতাবস্থায় মে‌য়ের বাবা রফিক তাদের দেখে ফেলে। এতে তিনি ক্ষো‌ভে খোকা মনিকে মারধর করে। তখন ঘটনাস্থ‌ল থে‌কে সোহেল পা‌লি‌য়ে যায়। তাকে পেছন থে‌কে ধাওয়া ক‌রে। কিন্তু ধরা সম্ভব হয়‌নি। পরক্ষ‌ণে র‌ফিক যখন বাড়ী‌তে আ‌সে তখন তার মে‌য়েকে মৃত অবস্থায় পান।

স্থানীয়দের মতে, মারধ‌রের ফ‌লে খোকা মনির মৃত্যু হতে পারে। খোকার পারিবারিক সূ‌ত্র মতে, ঘর ঝাড়ু দেয়ার সময় ফ‌্যা‌নের সা‌থে তার ওড়না পে‌চি‌য়ে মৃত্যু হয়। এটি হত্যা না আত্বহত্যা,এনিয়ে বেশ কথাবার্তা চলছে এলাকাতে।

খবর পেয়ে তাৎক্ষ‌ণিক ঘটনাস্থল পরিদর্শন করে ঈদগাঁও থানার এসআই শামীম আল মামুন ও  সংবাদকর্মীসহ গণ‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ।

তবে স্থানীয় মেম্বার জিয়াউল হক জিয়া খোকা মনি মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন এই প্রতিবেদককে।

পু‌লিশের মতে, ঘটনা‌য় কোন পক্ষেরই অ‌ভি‌যোগ না থাকায় পা‌রিবা‌রিকভা‌বে লাশ দাফনের সিদ্ধান্ত হয়। অভি‌যোগ না থা‌কলে প্রশাস‌নের কোন কিছুই করার থা‌কেনা।

x