ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৮টি ঘর
Reporter Name

হীমেল মিত্র অপু,স্টাফ রিপোর্টার: নীলফামারী জেলা শহরের মাষ্টারপাড়া মহল্লায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে নগদ টাকা, টিনশেডের সেমিপাকা বাড়ির ৮টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে।

আজ (১৯ মে)বুধবার  দুপুরের দিকে আগুন লাগে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

ক্ষতিগ্রস্ত অবসরপ্রাপ্ত সাবেক ব্যাংক কর্মকর্তা মো. আব্দুর গফুর কান্নাজড়িত কণ্ঠে বলেন, পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছুই নাই। সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন সর্বশান্ত।’

নীলফামারীর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মিয়ারাজ উদ্দীন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৮টি কক্ষ পুড়ে গেছে।

x