ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
নীলফামারীর ডিমলায় ফায়ার সার্ভিসের সচেতনামূলক ক্যাম্পেইন
জাকির, জেলা প্রতিনিধি, নীলফামারী

আধুনিকতার ছোয়া লেগেছে শহরের গন্ডি অতিক্রম করে গ্রামগুলোতেও। গ্রামের প্রায় বাড়িতে বাড়িতে মানুষ রান্নার কাজে খড়কুটো আর কাঠের পাশাপাশি সিলিন্ডারে ভরা গ্যাস দিয়ে রান্না করছে। দিনে দিনে সিলিন্ডারের চাহিদা বেড়ে যাওয়ায় অসচেতনতার কারণে দূর্ঘটনাও বেড়ে চলেছে। তাই জনগণকে গ্যাসের সিলিন্ডার ব্যবহারের নিয়ম এবং দূর্ঘটনার স্বীকার হলে করনীয় নিয়ে ক্যাম্পেই করে নীলফামারী জেলা ডিমলা উপজেলার ফায়ার সার্ভিস টিম। ২০ জুন’২১ রোজ রবিবার সকাল ১১ টা থেকে ১১ঃ৩০ টা পর্যন্ত ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোডাউনের পাড়ে প্রায় দুইশত মানুষকে নিয়ে সচেতনামূলক ক্যাম্পেই করে ফায়ার সার্ভিস।

উপস্থিত থেকে জনগণকে প্রশিক্ষন দেন ডিমলা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ জয়নুল আবেদিন, ফায়ার ফাইটার মনোয়ার হোসেন, কামরুল হাচান, ড্রাইভার নাহিদ মোল্লা।

ক্যাম্পেই শেষে ইনচার্জ জয়নুল আবেদিন বলেন, আপনারা কোনো বিপদে পরলে আমাদের হটলাইন ১৯৯ নম্বরে কল করে সহযোগিতা নিতে পারেন

x