ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন
নীলফামারী জেলা ট্রাফিক পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম উদ্বোধন
জাকির, জেলা প্রতিনিধি, নীলফামারী

(২৩ জুন/২০২১) তারিখ বুধবার পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারীর কনফারেন্স রুমে সকাল ১১ ঘটিকায় জেলা পুলিশের আয়োজনে নীলফামারী জেলা ট্রাফিক পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম মহোদয়। ডিআইজি মহোদয় ভার্চুয়ালি নীলফামারী জেলা ট্রাফিক পুলিশের ( E-Traffic Prosecution ) ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন।

নীলফামারী জেলা ট্রাফিক পুলিশের ( E-Traffic Prosecution ) ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার, নীলফামারী জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), নীলফামারী,জনাব এ.এস. এম. মুক্তারু জ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর- সার্কেল), নীলফামারী ও (অতিরিক্ত দায়িত্বে ডোমার-সার্কেল, নীলফামারী), জনাব শাহজাহান চৌধুরী, সভাপতি,জেলা বাস মালিক গ্রুপ, জনাব আব্দুল ওয়াহেদ সরকার, সভাপতি,ট্রাক মালিক সমিতি সহ নীলফামারী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং নীলফামারী জেলা ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা।

নীলফামারী জেলা ট্রাফিক পুলিশকে বিগত সময় গুলোতে মামলা ও জরিমানা নিস্পত্তির ক্ষেত্রে নগদ অর্থ লেনদেনের মাধ্যমে মামলা নিস্পত্তি করতে হতো। ট্রাফিক মামলা নিস্পত্তি ও জরিমানা প্রদানের ক্ষেত্রে এখন সহজীকরণ এবং দুর্ণীতি কমাতে নীলফামারী জেলার সড়কগুলোতে ট্রাফিক আইনের মামলা ও জরিমানার অর্থ প্রদানে স্বচ্ছতা এবং জনসাধারণের ভোগান্তি কমাতে ট্রাফিক মামলার জরিমানা মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘উপায় ’ মাধ্যমে প্রতিশোধ করা যাবে।

One response to “নীলফামারী জেলা ট্রাফিক পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম উদ্বোধন”

  1. 토렌트 says:

    … [Trackback]

    […] Find More here to that Topic: doinikdak.com/news/28604 […]

Leave a Reply

Your email address will not be published.

x