ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
নীলফামারীর ডিমলায় দুইশত পরিবারকে জমি ও ঘর প্রদান
জাকির, জেলা প্রতিনিধি, নীলফামারী

মুজিববর্ষ উপলক্ষে উপহার হিসেবে নীলফামারীর ডিমলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ২য় পর্যায়ে উপজেলার ২০০ পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও ঘর প্রদান করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০-জুন’২১ রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ডিমলা উপজেলার গৃহহীনদের হাতে জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্রের ফাইল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গৃহহীনদের হাতে ঘরের চাবি তুলে দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (এমপি)।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মির্জা মুরাদ হাসান বেগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, ত্রান শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

One response to “নীলফামারীর ডিমলায় দুইশত পরিবারকে জমি ও ঘর প্রদান”

  1. … [Trackback]

    […] Here you can find 38340 more Info on that Topic: doinikdak.com/news/27421 […]

Leave a Reply

Your email address will not be published.

x