হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার: রংপুরের যানজট নিরসনে এবং অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধ করতে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে র্যাব-১৩ এর চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়।
রংপুর মহানগরীতে অতিরিক্ত যানবাহনের চাপ নিরসনে রংপুরে মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি র্যাব ১৩ চেকপোস্ট বসিয়ে সকল গাড়ির অনুমোদন পত্র ঠিক আছে কিনা সেটি তল্লাশি করেন।
আজ (১৮ মে) দুপুর বেলা রংপুরের বাংলাদেশ ব্যাংক মোড়ে র্যাব ১৩ এর একটি দল এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় কিছু গাড়ির অনুমোদন পত্র, ড্রাইভিং লাইসেন্স, ইন্সুরেন্স ও হেলমেট না থাকায় গাড়িগুলোকে আটক ও জরিমানা করা হয়।