রাসেল আহমেদ সাজিদ,নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের হাজির হাটে সড়ক দুর্ঘটনায় ৫জন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে ব্যাটারি চালিত ভ্যানযোগে বিশ্বরোডে পারাপারের সময় একটি পিক আপ গাড়ি ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে।
এতে হাঁসমারী গ্রামের সামছুল হকের শিশু পুত্র হাসাইন (৮), হুসাইন (১২) তার স্ত্রী মেরিনা খাতুন (৪০) নিকট আত্বীয় রুবেল হোসেন (১৩) এবং ভ্যান চালক ফজলুল হক(৪৮) গুরুতর আহত হয়েছেন।
এসময় হাসাইন হোসেন, রুবেল হোসেন এবং মেরিনা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হাঁসমারি গ্রাম হইতে একটি ভ্যান যোগে উপজেলার ঝাউপাড়া গ্রামের ইদ্রিস আলীর বাসায় যাচ্ছিল। ওই গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ড-১২-০৭৭১। পিকআপ ভ্যানটি আটক করে বর্তমানে হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক সঞ্চিতা সরকার জানান, তিনজনের অবস্থা গুরুতর। সেজন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।